| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব গাজ্জায় এখন পর্যন্ত ৪৩ হাজার ৬০০ ছাড়িয়েছে শহীদের সংখ্যা


গাজ্জায় এখন পর্যন্ত ৪৩ হাজার ৬০০ ছাড়িয়েছে শহীদের সংখ্যা


মুসলিম বিশ্ব ডেস্ক     12 November, 2024     01:58 PM    


ফিলিস্তিনের গাজ্জা ভূখণ্ডে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী হামলায় কমপক্ষে আরও ৪০ জন শহীদ হয়েছেন। এতে উপত্যকাটিতে শহীদের মোট সংখ্যা ৪৩ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে। এ ছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

মঙ্গলবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাই হামলায় গাজ্জাজুড়ে কমপক্ষে আরও ৪০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। যার মধ্যে ভূখণ্ডটির দক্ষিণে আল-মাওয়াসি এলাকায় একটি ক্যাফেতে বসে থাকা অবস্থায় লোকদের ওপর ড্রোন হামলার ঘটনাও ঘটেছে।

এতে ১০ জন নিহত হয়েছেন। ইসরালের সামরিক বাহিনী এর আগে এই এলাকাকে ‘নিরাপদ অঞ্চল’ হিসাবে ঘোষণা করেছিল।

গাজ্জায় আল জাজিরার সংবাদদাতা বলছেন, যুদ্ধ-বিধ্বস্ত এই ছিটমহলের দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পশ্চিমে অবস্থিত ছোট তাঁবুর ওই ক্যাফেতে ইসরায়েলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলায় সোমবার গভীর রাতে কমপক্ষে ১০ জন বেসামরিক লোক শহীদ হয়েছেন।